ঢাকা, মঙ্গলবার   ২৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১

নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করছে বিএনপি : কাদের  

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের উপরে হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র শুরু করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের এক জবাবে তিনি এমন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ যখন আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষায় আছে। ঠিক তখনই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, আজ  ‍পুলিশের উপরে এ হামলার মাধ্যমে তারা পুরানো চেহারা আবার প্রকাশ পেয়েছে। তারা আবারও প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী দল। তারা মুখে গণতন্ত্রের কথা বলে অন্যদিকে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে।

তিনি বলেন, তারা এখন নির্বাচন চায় না। কারণ, তারা জানে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে হঠানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন নির্বাচন বানচাল করতে যতই  ষড়যন্ত্র করুক বাংলার জনগণ তাদের প্রতিহত করবে।

 টিআর