ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

তফসিল পেছানোর দাবিতে ঐক্যফ্রন্ট নেতারা ইসিতে

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৪:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবিতে নির্বাচন কমিশনে পৌঁছেছেন ড. কামালের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গেছেন ঐক্যফ্রন্ট নেতারা।

আজ বুধবার ( ১৪ নভেম্বর) বেলা তিনটার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ জন নেতা রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনে যান। মঙ্গলবার ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম পথিক জানান, একদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর দাবিতে তারা বুধবার নির্বাচন কমিশনে (ইসি) যাবেন ।

এজন্য তারা  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত  চিঠি জমা দেন কমিশনে। তারা জানান, বুধবার (১৪ নভেম্বর) ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করবে ইসির সঙ্গে। ইসিতে জমা দেওয়া তালিকার ১৪ জনের মধ্যে আ স ম আবদুর রব ছাড়া বাকি ১৩ জন আজ নির্বাচন ভবনে পৌঁছান।

 

টিআর/