ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

নাটোরের সম্ভাব্য প্রার্থীরা গনসংযোগে ব্যস্ত (ভিডিও)

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গনসংযোগে ব্যস্ত নাটোরের আওয়ামীলীগ ও মহাজোটের সম্ভাব্য প্রার্থীরা। তবে খুব একটা মাঠে নেই বিএনপিসহ ঐক্যফ্রন্ট নেতারা। সরকারের অব্যাহত উন্নয়নের চিত্র থুলে ধরে জঙ্গিবাদমুক্ত সরকার গঠনের প্রতিশ্র“তি দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। অপরদিকে, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই অভিযোগ করে কমিশন পনর্গঠনের দাবী বিএনপির।

নাটোরের চারটি আসনে এখন নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি চালাচ্ছেন মনোনয়নের তদবির।

বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্র“তি দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পাশাপাশি দল মনোনিত প্রার্থীকেই সমর্থন দেয়ার কথাও বলছেন তারা।

আওয়ামীলীগ নাটোর এবং সিংক-(০৩) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি,জেলা আওয়ামীলীগ নাটোর।

অন্যদিকে, নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন কমিশন পুনর্গঠন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দল সোচ্চার বলেও জানান তারা।

এদিকে, এককভাবে নির্বাচনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা। 

সৎ ও যোগ্যতার পাশাপাশি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রার্থীকে প্রতিনিধি হিসেবে দেখতে চান ভোটাররা।

অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি নাটোরবাসীর।