ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   চৈত্র ৩১ ১৪৩১

খাশোগি হত্যায় পাঁচ সৌদি কর্মকর্তার ফাঁসি

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যা ইস্যুতে সৌদির ওপর ক্রমবর্ধমান বৈশ্বিক চাপের কারণে দোষী পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে সৌদি আরব। তবে এ হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল মোজেব।

এদিকে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর টুকরো টুকরো করার কথা স্বীকারও করেছেন তিনি।বৃহস্পতিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, আটক ২১ জনের মধ্যে ১১ জনকে চিহ্নিত করে তাদের আদালতের মুখোমুখি করা হয়েছে। এছাড়া অন্য সন্দেহভাজনদের বিষয়ে অপরাধে তাদের সংশ্লিষ্টতা নিয়ে আরও তদন্ত চালানো হচ্ছে।

এদিকে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে জামাল খাশোগির হত্যার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে।

এখনো পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। সম্প্রতি খবর বেরিয়েছে, হাইড্রোফ্লুরিক অ্যাসিড দিয়ে তার মরদেহ গলিয়ে ফেলা হয়েছে।

তথ্যসূত্র : সিএনএন ও এএফপি

এমএইচ/