ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

আয়কর মেলা: চতুর্থ দিনে আয়কর সংগ্রহ ২৫৩ কোটি টাকা

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

আজ সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৮ এর চতুর্থ দিন। ছুটির এ দিনটি সর্বোচ্চ কাজে লাগিয়েছেন সম্মানিত করদাতা, সেবাগ্রহীতাসহ সকল পর্যায়ের মানুষ। সকাল থেকেই আয়কর মেলায় নেমেছিল উৎসবের আমেজ। করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়ার মধ্য দিয়ে আজ দেশের ৮টি বিভাগ, ৫৬ টি জেলা এবং ৩ টি উপজেলাসহ মোট ৬৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার মতই মেলার চতুর্থ দিন সারাদেশে করদাতারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে পেশাজীবী, চাকরিজীবী, তরুণ করদাতা, নারী করদাতা, অনলাইন রিটার্ন দাখিল বুথে করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চতুর্থ দিন আয়কর সংগ্রহ হয়েছে ২৫৩ কোটি ১৫ লক্ষ ৮১ হাজার ৫৪০ টাকা।

মেলার পরিধি গত বছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা থেকে ১৫টি শাটল বাস নিয়োজিত রয়েছে।

আগামীকাল শনিবার ঢাকার আয়কর মেলার বিশেষ কর্মসূচি

আগামীকাল শনিবার দুপুর ১টায় মেলা প্রাঙ্গণস্থ কর শিক্ষণ ফোরামে ‘অডিও ভিজ্যুয়াল পদ্ধতি’তে করদাতাগণের জন্য ‘কর প্রশিক্ষণ কার্যক্রম’ উদ্বোধন করবেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মো. মোশাররফ হোসেন ভূইয়া, এনডিসি।

এসএইচ/