ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

‘সিরিয়ায় ফিরেছে ২ লাখ ৭০ হাজার শরণার্থী’

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১২:৫৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার

দুই লাখ ৭০ হাজার সিরিয়ান শরণার্থী গত কয়েক মাসে দেশটিতে ফিরেছেন বলে জানিয়েছেন রুশ সেনাবাহিনী। এর মাধ্যমে সিরিয়ায় শরণার্থীদের ফিরে আসার প্রবণতা আগের চেয়ে বেড়েছে বলেও জানায় তারা।

রুশ সেনা কর্মকর্তা মিখাইল মিযিন্তসেফ বলেছেন, গত কয়েক সপ্তাহেই প্রায় ছয় হাজার সিরিয় নাগরিক নিজ দেশে ফিরে এসেছেন। খুব শিগগিরই আরও বিপুল সংখ্যক শরণার্থী সিরিয়ায় ফিরবেন বলে তারা জানতে পেরেছেন।

সিরিয়ার সরকার সেদেশের নাগরিকদের ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে, দেশে সহিংসতা কমে গেছে। কাজেই সবারই নিজ দেশে ফিরে আসা উচিৎ।

সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সহযোগিতায় সিরিয়ার কিছু কিছু এলাকায় এখনও সহিংসতা চলছে। তবে তা সীমিত মাত্রায়।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/