ঢাকা, শুক্রবার   ১৪ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩১

হৃদয় ছুঁয়েছে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ [ভিডিও]

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৩:৪২ পিএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার

একজন রাষ্ট্রনায়কের জীবনে সব হারানোর যন্ত্রণা আর টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’। মুক্তির প্রথম দিনেই দর্শকের মনে দাগ কেটেছে তথ্যচিত্রটি। বঙ্গবন্ধু কন্যার জীবনের অদেখা ও অপ্রকাশিত সংগ্রামের গল্প দেখে আবেগাপ্লুত দর্শক।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন জননী, একজন বোন থেকে পরিণত হয়েছেন গণমানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে। যার দুর্লভ খণ্ডচিত্র উঠে এসেছে এই তথ্যচিত্রে। পাঁচ বছর ধরে নির্মাণ করা হয়েছে প্রামাণ্য চিত্রটি।

শেখ হাসিনার দুঃসহ স্মৃতি, স্বজন হারানোর পরে গৃহহীন এক সাধারণ মানুষের গল্প দাগ কেটেছে দর্শক হৃদয়ে।

রাজনৈতিক অঙ্গনে সফল একজন নেতা হিসেবে শেখ হাসিনা মঞ্চে বহুবার তার দুঃসহ অতীতের ক্ষত তুলে ধরেছেন, তারই অংশ এই তথ্যচিত্র।

হাসিনা-অ্যা ডটার্স টেল একজন রাষ্ট্রনায়কের সাদামাটা সংগ্রামী জীবনের আলেখ্য বলেও জানিয়েছেন অনেক দর্শক।

একে//