বাংলাদেশ রিভার ফোরাম আজ
প্রকাশিত : ০৮:৫০ এএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার

দেশের সব নদী আন্দোলনের অংশগ্রহণে আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ রিভার ফোরাম-২০১৮’। আয়োজকরা জানিয়েছেন, নদী সুরক্ষায় সক্রিয় বিভিন্ন অঞ্চলের ৮০টির বেশি নাগরিক ও তরুণ সংগঠন অংশ নিচ্ছে এই ফোরামে। এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘লিসেনিং টু দ্য গ্রাসরুটস’। এতে নদী সুরক্ষায় তৃণমূলের অভিজ্ঞতা, প্রত্যাশা ও সাফল্য শোনার প্রতি জোর দেওয়া হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই ফোরামের মূল আয়োজক নদীবিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপল। সহ-আয়োজক হিসেবে রয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন, পিকেএসএফ এবং সুইডিশ সরকারের অর্থায়নে দক্ষিণ এশীয় আন্তঃসীমান্ত নদীবিষয়ক প্রকল্প ট্রোসার সহযোগী সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ (সিএনআরএস) ও গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে)।
এসএ/