ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৪:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে ফনওয়্যার লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা। সকালে পুলিশ তাদের ধাওয়া দিলেও পরে শ্রমিকরা আবার সেখানে অবস্থান.নেয়। শ্রমিকরা জানায় গতকাল তাদের তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেয়ার কথা থাকলেও তারা কারখানার মুল গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে রাত থেকেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। না খেয়ে থাকায় সকাল থেকে এপর্যন্ত কয়েকজন  শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। আশুলিয়া শিল্প পুলিশ জাানিয়েছে, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।