ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

তারেকের ভিডিও কনফারেন্স দলের অভ্যন্তরীণ বিষয়: ফখরুল

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার

প্রার্থী বাছায়ের সাক্ষাতকারে তারেক রহমানের ভিডিও কানফরেন্সে অংশগ্রহণ বিএনপির অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর।

আজ রোববার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে বিএনপির মনোনয়র বাছায় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব বলেন,বিএনপির নেতাকর্মীদের প্রার্থী বাছায়ে তারেক রহমানের ভিড়িও কানফারেন্সে অংশ নিয়েছেন এটা বিএনপির অভ্যন্তরীণ বিষয়। এতে আইন ভঙ্গ করার কিছু আছে বলে আমার মনে হয় না।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিজেই আইন ভঙ্গ করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দলের এখনও সমান সুযোগ নিশ্চিত হয়নি।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের মনোনয়নপত্রের তালিকা যাচাই-বাছাই করছেন। একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এটা করতে পারেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘এ বিষয়ে আইন স্পষ্ট নয়। তবে কেউ যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেয়, তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখবো। আইনে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।

তিনি বলেন,‘আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো কিছু মনিটরিংয়ে নিজস্ব ক্যাপাসিটি নাই। যদি কেউ তথ্য-প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন তাহলে আমরা আইনের মধ্যে যদি কিছু থাকে, তাহলে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব।

টিআর/