ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

খাশোগি হত্যায় জড়িতরা জার্মানিতে নিষিদ্ধ

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন ১৮ সৌদি নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে জার্মানি। সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সোমবার ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, জার্মানি অভিযুক্ত সৌদি নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, আগের মতোই এই অপরাধ ও এর পেছনে কে আছে তা নিয়ে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি আছে।

মাস বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজন ১৮ ব্যক্তির কথা বললেও আর বিস্তারিত কিছু জানাননি। বার্লিনে তার দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, জার্মান গোপনীয়তা সুরক্ষার আওতায় এসব ব্যক্তির নাম প্রকাশ করা যাবে না।

এদিকে সোমবার সৌদি আরবের শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণ দেবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ। নিজের বক্তব্যে তিনি সৌদি আরবের অভ্যন্তরীণ ও বিদেশ নীতি বিষয়ে কথা বলবেন। বিদেশ নীতি বিষয়ে তার বক্তব্যের দিকে সবার মনযোগ থাকবে বলে মনে করা হচ্ছে।

আরকে//