ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। চট্টগ্রামে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে লড়াই।
তবে মূল লড়াইয়ের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে দুইদিনের (১৮ ও ১৯ নভেম্বর) প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ের মাধ্যমে।
এরই মধ্যে সাকিব আল হাসানকে অধিনায়ক করে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
বিসিবি :

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।

এসএ/