১২ দিনের সরকারি সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:১৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬ বুধবার
কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সরকারি সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল সাড়ে দশটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওয়ানা হন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে তাকে বিদায় জানান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সহ মন্ত্রিসভার সদস্য এবং সামরিক ও বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তারা। যাত্রাপথে লন্ডনে একদিন অবস্থানের পর প্রথমে তিনি কানাডার মন্ট্রিলে ’গ্লোবাল ফান্ড কনফারেন্সে’ যোগ দেবেন। সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন ১৮ সেপ্টেম্বর। অধিবেশনে যোগদান ছাড়াও ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে হোটেল গ্রান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।