ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

৪০তম বিসিএস: চার লাখ ১২ হাজার ৫৩২ আবেদন

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

৪০তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী এতে আবেদন করেছেন।

এটাই কোনো বিসিএসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর আবেদন করার ঘটনা। এর আগে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ বিভাগ।

এর আগে পিএসসি সূত্র জানিয়েছিল, আবেদনের শেষ দিনে ১৫ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজর ৫৩৩ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছিলেন। ফি দেওয়ার অপেক্ষায় ছিলেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার।

সবশেষে আজ ফি জমা দেয়ার শেষ দিনে চার লাখ ১২ হাজার ৫৩২ আবেদন করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়। ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।