ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রাবির দুই বিভাগকে একীভূত করা নিয়ে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবির প্রেক্ষিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুই বিভাগ।

মঙ্গলবার বেলা এগারোটার দিকে দু’বিভাগ এক না করার দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের কাছে স্মারকলিপি দেন ‘ইইই’ বিভাগের শিক্ষার্থীরা।

পরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি ব্যানারে প্রশাসন ভবনের সামনে অবস্থান করে বিভাগটি। অপরদিকে, ‘এপিইই’কে ‘ইইই’ করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটি।

এ বিষয়ে ‘এপিইই’ বিভাগের এক শিক্ষার্থী বলেন, দুই বিভাগের সিলেবাস একই। আমাদেরকে একই পরিমাণ পড়তে হয়। কিন্তু চাকরির সময় এই বিভাগকে মুল্যায়ণ করা হয় না। ‘ইইই’ পড়ুয়াদের জন্য চাকরির সুযোগ রয়েছে বেশি আর কোনো প্রতিষ্ঠান আমাদের চাকরি দিতে চায় না। অথচ তাদের আর আমাদের একই সিলেবাস। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের এখানে আলাদা রয়েছে।

অপর দিকে, ‘ইইই’ বিভাগের এক শিক্ষার্থী বলেন,‘আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মেধার পরিচয় দিয়ে এখানে ভর্তি হয়েছি। এই বিভাগে সর্বোচ্চ মেধাবীদের ভর্তির সুযোগ দেওয়া হয়। তাছাড়া আমরা চাই না আমাদের বিভাগের সঙ্গে অন্য কোনো বিভাগযুক্ত হোক।’

এ বিষয়ে বিভাগ কর্তৃপক্ষ কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি। তারা সবাই এর সুষ্ঠু সমাধান করার বিষয়ে জানান।

কেআই/ এসএইচ/