ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

‘বিএনপির অসংখ্যক নেতাকর্মী আ’লীগে যোগ দেওয়ার অপেক্ষায়’

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০২:৩৪ পিএম, ২১ নভেম্বর ২০১৮ বুধবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন।’

আজ বুধবার দুপুরে রাজধানীর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
‘দল বদলের রাজনীতির কোনো চমক আওয়ামী লীগের কাছে আছে কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটার তো হর্স ট্রেডিট আছেই। ঘোড়া বদলের যে রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোতে নতুন কোনো বিষয় নয়। নতুন কোনো দৃশ্যপট নয়।’
তিনি আরও বলেন, ‘কে কোন দিকে অবস্থান নেবে? অলরেডি তো হচ্ছেই। আমরা কিন্তু এখনো আমাদের নেত্রীর (শেখ হাসিনা) ক্লিয়ারেন্স পাইনি। অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

বায়দুল কাদের বলেছেন, ‘মহাজোটের আসন বন্টনের বিষয়ে সমঝোতা হয়ে গেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগনালের অপেক্ষা।’
তিনি বলেন, ‘বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে। বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।’

এসএ/