ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

যুবশক্তিই জাতীয় অগ্রগতির চালিকা শক্তি: চবি উপাচার্য

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, শারীরিক ও মানসিক শক্তিতে সমুজ্জ্বল, মুক্তমনা, নির্মল-স্বচ্ছ ও দৃঢ় চারিত্রিক গুণাবলীর যুবশক্তিই জাতীয় অগ্রগতির চালিকা শক্তি।

বৃহস্পতিবার সাড়ে ১১ টায় চবি মেডিকেল সেন্টারে উপাচার্যের নির্দেশনায় ও মনোবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টারের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, একটি উন্নত রাষ্ট্র বিনির্মানে প্রাণশক্তিতে ভরপুর, নৈতিকতায় আপোষহীন, সাহসী বলীয়ান ও ত্যাগে মহীয়ান যুবশক্তির কোন বিকল্প নেই।

এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহামদ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি জনাব লাইলুন নাহার, চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরকে//