ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

‘নির্বাচনে নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্যয় করলে ব্যবস্থা’

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৭ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারণ করে দেওয়া সীমার চেয়ে বেশি খরচ করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।       

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।  

দুদক চেয়ারম্যান বলেন,‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে কিনা, তার খোঁজখবর রাখা হবে। আপনারা নির্বাচনে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের ভোট দেবেন না।’

ইকবাল মাহমুদ বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা হলফনামায় সম্পদের যে তথ্য দেবে, তা খতিয়ে দেখা হবে। মিথ্যা তথ্য দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দুদকের উদ্দেশ্য শতভাগ সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও দুর্নীতিতে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুর্নীতি বন্ধে কঠার হতে হবে। এর সঙ্গে আপস করা যাবে না। দুর্নীতি প্রতিরোধ করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।’

এসি