ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৩ ১৪৩২

মোহাম্মদপুরে গ্যাসের আগুনে দগ্ধ ৬

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:১০ এএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার ছাদে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। বাসার গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান বাসার বাসিন্দারা।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ২৭৩ নম্বর বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন- বাসার মালিক হোসনে আরা (৫৩), ভাড়াটিয়া মনোয়ার (২৮), নাঈম (৭), নাঈমা (৪৫) ও মিস্ত্রি বিল্লাল (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসার দগ্ধ দারোয়ানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের স্বজনরা জানান, ভবনটির পঞ্চম তলায় গ্যাসের লাইন মেরামত করছিলেন মিস্ত্রি বিল্লাল। এক পর্যায়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে মোমবাতি জ্বালানোর সময় আগুন ধরে যায়। এতে ছয়জন দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়। গ্যাস লাইনের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল বলে জানান তিনি।

একে//