নাঈমের বিশ্বরেকর্ডের পর বাংলাদেশের আত্মহত্যা
আজ কী করবে টাইগাররা?
প্রকাশিত : ০৯:০০ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:১৭ এএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ১৭ উইকেট পতনের ঘটনা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কারণ বাংলাদেশের মাটিতে একদিনে এর বেশি উইকেটও পতন হয়েছে। তবে অভিষেকেই বাজিমাত করেছেন নাঈম হাসান। সুইং, গতি আর হালকা বাউন্সে গতকাল শুক্রবার একাই ঝুলিতে পোরেন পাঁচ উইকেট।
অভিষেক টেস্টেই শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচদের গতির সামনে স্বচ্ছন্দে ব্যাট করাটা সাবাশি পাওয়ার মতো কাজই বটে! ৭৪ বলে খেলা ২৬ রানের ইনিংসটা দলকেও নিয়ে গিয়েছিল সুবিধাজনক অবস্থানে। কিন্তু দলে যে তার অন্তর্ভুক্তি অফস্পিনার হিসেবে! বল হাতে কিছু একটা করার দায় তাই ছিলই। তবে সেই ‘কিছু একটা’কে যে নাঈম হাসান বিশ্বরেকর্ডে রূপ দেবেন, অতটা বোধহয় ভাবেননি কেউ। কিন্তু হলো সেটাই। জাদুকরী বোলিংয়ে, স্পিনিং উইকেটের পুরো ফায়দা তুলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের পাঁচ উইকেট তুলে নিলেন ১৭ বছর বয়সী নাইম। সেইসঙ্গে গড়লেন সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট পাওয়ার বিশ্বরেকর্ড।
এর আগে অভিষেকে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি নিয়েছিলেন ৭৯ রানে ৬ উইকেট। অভিষেকের দিনে কামিন্সের বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন।
তবে শেষ বিকেলে সতীর্থদের বাজে ব্যাটিংয়ে খানিকটা নিষ্প্রভ হয়ে গেল তার দারুণ কীর্তি। দ্বিতীয় ইনিংসে ৫৫ রান তুলতেই যে বাংলাদেশ হারিয়েছে পাঁচ উইকেট! দিনশেষে প্রতিপক্ষের চেয়ে দল এগিয়ে কেবল ১৩৩ রানে। ঘূর্ণি উইকেটে পাঁচ উইকেট সম্বল করে বাংলাদেশ খুব বেশিদূর যেতে পারবে কি-না? তবে নাইমের কণ্ঠে শোনা গেল লড়াইয়ের দৃঢ়প্রত্যয়, ‘আমরা তো এখনও অলআউট হইনি। ভালো খেলতে পারলে এখান থেকেও আমাদের স্কোর ৩০০-৩৫০ হতে পারে। আবার অল্প রানেও আউট হয়ে যেতে পারি। যদি বড় স্কোর হয় তাহলে তো আমাদের বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। নইলে আমাদের পুঁজি যতখানি আসবে, সেটা নিয়েই লড়াই করবে দল।’
একে//