ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় সাকিব

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:১০ পিএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে ক্যারিবিয়ান উদ্বোধনী ব্যাটসম্যান কাইরন পোলার্ডকে আউট করার মধ্য দিয়ে নিজেকে নতুন এক উচ্চতায় তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বের সবচেয়ে দ্রুততম অলরাউন্ডার হিসেবে তিনি সংগ্রহ করলেন ২০০ উইকেট ও ৩ হাজারের বেশি রান। এই অর্জনে তিনি খেলেছেন ৫৪টি টেস্ট ম্যাচ। এরআগে এই অর্জনটি ছিল ইয়ান বোথামের। তিনি ৫৫টেস্টে ২০০ উইকেট ও তিন হাজারী ক্লাবের সদস্য হয়েছিলেন।

সাকিব আল হাসান ৫৪ টেস্টে করেছেন ৩ হাজার ৭২৭ রান ও উইকেটি নিয়েছেন ২০১টি। টেস্টে শতক রয়েছে তার মোট ৫টি আর ইনিংসে ৫উইকেট পেয়েছেন ১৮ বার।

চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাকিবের উইকেট ছিল ১৯৬টি। এই টেস্টে নিয়েছেন আরও ৪টি। সব মিলিয়ে তার মোট উইকেট এখন ২০১টি। সাকিবই হলেন টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেয়া প্রথম বাংলাদেশি ও সবমিলিয়ে ৭২তম বোলার ।

সফরকারী ওয়েস্টইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্টে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।