ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৮ শনিবার

রাজধানীর কামরাঙ্গীরচরের মোসলেমবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্কোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার সাড়ে তিনটা সময় এই ঘোটনা ঘটে। এখন তাদের নাম জানা যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, রান্না ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে- এ সময় গ্যাসেন চুলা চালু ছিল, তবে জলন্ত ছিল না। দরজা-জানালা বন্ধ থাকায় পুরো রান্না ঘরে গ্যাস ছড়িয়ে যায়। পরে রান্নার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করলে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়।

টিআর/