ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৩ ১৪৩২

বিদেশি পর্যবেক্ষক বিষয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া ও বাসস্থান নিয়ে আলোচনা করতে আজ রোববার এক উচ্চপর্যায়ের বৈঠকে বসচ্ছে ইসি।
ইসি কার্যালয়ের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে যোগ দেবেন।
বিদেশি পর্যবেক্ষকরা যদি নির্বাচন পর্যবেক্ষণ করতে চান তাহলে কীভাবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে তা নিয়েও উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে।
এসএ/