ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে প্রাণ গেল ২ যাত্রীর

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:১২ এএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় চরমোনার ওরশ কাফেলার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার ভোরে উপজেলার মিজাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ফিরোজ কুতুবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাহাতাব (৫০) ও আব্দুল কাদের (৬৫)। নিহত দু’জনের বাড়িই নওগাঁ জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে মিজপুর গ্রামের পাশে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এবং ফায়ার সার্ভিসের কুষ্টিয়া ও খোকসার দুটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকর এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

ফায়ার ব্রিগেডের কর্মকর্তা ফিরোজ কুতুবী জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সকাল ৮টায় অভিযান শেষ হয়েছে বলে জানান ফায়ার ব্রিগেডের কর্মকর্তা।

একে//