ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

মনোনয়ন পেলেন সৈয়দ আশরাফ

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সৈয়দ আশরাফের পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকেও মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নের চিঠি দেওয়া হয়। কিশোরগঞ্জ-১ আসনে দুজনকে চিঠি দেওয়ার বিষয়ে নেতারা বলছেন, দুজনকে মনোনীত করা হলেও মনোনয়নপত্র প্রত্যাহারের দিন একজনের নাম প্রত্যাহার করে নেওয়া হবে।

জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ ১৯৯৬ সাল থেকেই কিশোরগঞ্জ সদর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ে আসছেন।