ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

কুয়াশার কারণে শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৯:৪০ এএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

ঘনকুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় ২০০ যানবাহন।
বিআইডব্লিউটিআই কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙ্গর করে রাখতে বাধ্য হয়।
দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ঘাট ব্যবস্থাপক।
এসএ/