ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১ ১৪৩২

শ্রীলংকার বিপক্ষে জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২১৪ রানে থেমে যায় লংকানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন চ্যারিথ আসালংকা। ৯৯ বলের মোকাবেলায় ৬টি চার আর ১টি ছয়ের মার ছিল লংকান দলপতির ইনিংসে। এছাড়া ৪৫ বলে ৩৪ রান করেন চালিন্দু পেরেইরা। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২৮ রানে নেন ৩ উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও আব্দুল হালিম নেন ২টি করে উইকেট।