জনগণ সঙ্গে নেই বলে কেঁদে বুক ভাসালেন ফখরুল: কাদের
প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

সারা দেশের জনগণ বিএনপির পাশে নেন বলে কেঁদে বুক ভাসিয়েছেন মির্জা ফখরুল আমলগীর বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফখরুল কেঁদে প্রমাণ করলেন জনগণ তাদের পাশে নেই।
আজ আজ মঙ্গলবার নিজ নির্বাচনী আসন নোয়াখালী-৫ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচন চাইলে বিএনপি এ মুহূর্তে সিইসির পদত্যাগ চাইত না। তারা নির্বাচন বানচাল করতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই-জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে, ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে।
তিনি বলেন, বিএনপির ভাঙা হাড়ে নেতায় নেতায় ঐক্য হচ্ছে; তারপরও ভাঙা হাড় জমছে না। সারা দেশে নৌকার গণজোয়ার। ‘আমি আসার পর সরকারি কোনো ডাকবাংলোও ব্যবহার করিনি। সরকারি কোনো সুযোগ-সুবিধা নিচ্ছি না। আমি যে পতাকা ছাড়া এসেছি, এটিই লেভেল প্লেয়িং ফিল্ড।
টিআর/