জামায়াতের অপকর্ম নিয়ে মার্কিন কংগ্রেসে বিল [ভিডিও]
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০০ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার

জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত, শিবির ও হেফাজতের সদস্যরা বাংলাদেশে সংঘ্যালঘুদের উপর হামলা চালাতে পারে উল্লেখ করে একটি বিল উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসে।
এতে বলা হয়েছে, উগ্রপন্থী গ্রুপটি বাংলাদেশের অসাম্প্রদায়িক মূল্যবোধ ধ্বংস করতে চাইছে। এ’সব সংগঠনের সঙ্গে মার্কিন সরকার ও যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক চেহারা ফুটে উঠেছে বলেও উল্লেখ করা হয়েছে বিলে।
গত ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভসে বিলটি উত্থাপন করেন রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস ও কংগ্রেসওমেন তুলশি গ্যাবার্ড।
বিলে জামায়াত-শিবির বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ত্রিশ লাখ মানুষের আত্মত্যাগ ও দুই লাখ নারীর সম্ভ্রমহানীর বিষয়টি তুলে ধরা হয়েছে বিলে।
এতে বলা হয়, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের উত্থান। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক চেহারা ফুঠে উঠেছে বলে উল্লেখ করা হয়েছে।
মুক্তিযুদ্ধে জামায়াতের বিরোধিতা ও তাদের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়েছে বিলটিতে। ২০০১ সালে নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর বিএনপি- জামায়াতের হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে বিলের পর্যবেক্ষণে।
জামায়াত হেফাজতসহ উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করা হয়।
পরিস্থিতি বিবেচনায় মার্কিন সরকার ও আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোকে এ’সব সংগঠনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ভিডিও: https://youtu.be/xLWbE02DVcw