ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বসন্ত বরনের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০১:৩৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

নাচ আর গানে গানে বরন করে নেয়া হয়েছে ঋতুরাজ বসন্তকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্ত্বরে আয়োজন করা হয় বসন্ত বরন।  ফুলেল সাজে রঙীন পোষাকে হাজারো জনতার মিলেছে এই উৎসবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে উৎসব অব্যহত রাখার কথা জানালেন আয়োজকরা। গানে গানে বসন্ত বন্দনায় মুখরিত চারুকলা প্রাঙ্গন। হলুদ সবুজ লাল বাহারি রঙ্গে রঙীন চারুকলা। জাতীয় বসন্ত উদযাপন পরিষদ আয়োজন বসন্ত বরণ উৎসবে যেন ফুলের আগুন। হাওয়ায় হাওয়ায় নয় নেচে নেচেই শিল্পীরা ধরায় বরণ করে নেয় বসন্ত কে। প্রকৃতিকে বরণের এই আয়োজনে ঘরে নেই তরুন তরুনীরা। অসাম্প্রদায়িক দেশ গড়েতে এই ধরনের আয়োজন অব্যহত রাখার কথা জানালেন আয়েজকরা। গান, নাচ  আর কাবিতার পাশাপাশি আয়োজনে ছিল বাসন্তী শোভযাত্রা।