ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের ১২টি দল

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২টি পর্যবেক্ষক দল এবং নিজস্ব অর্থায়নে কয়েক হাজার দেশীয় পর্যবেক্ষক পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার এ সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র এক ডজন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। প্রত্যেকটি দলে দুইজন করে পর্যবেক্ষক থাকবেন। যারা দেশের অধিকাংশ স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

প্রসঙ্গত, এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না বলে জানানোর পর থেকে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা তা নিয়ে গুঞ্জন চলছিল। তবে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার এ বক্তব্যের পর বিষয়টি পরিষ্কার হয়েছে।

একে//