ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ (ভিডিও)

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রেখে আইন মেনে দায়িত্ব পালনে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পরিবেশ ঠিক রাখতে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি থাকবেন ম্যাজিস্ট্রেটরা। যেকোন পরিস্থিতিতে কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও জানান রফিকুল ইসলাম।

সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী কর্মকর্তাদের আইন মেনে যথাযথভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ভোটারদের শঙ্কা মুক্ত রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে কমিশন।

ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেন তিনি।