ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

‘মেয়র আনিসুল হক সড়ক’ উদ্বোধন

প্রকাশিত : ০৮:২৯ এএম, ২ ডিসেম্বর ২০১৮ রবিবার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় ‘মেয়র আনিসুল হক সড়ক’।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র আনিসুল হকের সহধর্মিণী রুবানা হক, ছেলে নাভিদুল হক, ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামান মোস্তাফা, আনিসুল হকের ভাই সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ডিএনসিসির প্রধান নির্বাহী মেজবাহুল হক। সড়ক উদ্বোধন শেষে আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএ/