পাবর্ত্য শান্তিচুক্তির ২১ বছর আজ (ভিডিও)
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রবিবার

পূর্ণ হলো পাবর্ত্য শান্তিচুক্তির ২১ বছর। সরকার বলছে- চুক্তির বেশির ভাগ শর্ত
বাস্তবায়িত হয়েছে। কিন্তু জনসংহতি সমিতির দাবি- পাহাড়িদের প্রতি সব সরকারই উদাসীনতা দেখিয়েছে।
দুই যুগের বেশি সময় পাহাড়ে সশস্ত্র সংঘাত ও সহিংসতা চলে। তা নিরসনে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সই হয় শান্তি চুক্তি। অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্য।
চুক্তি অনুযায়ী সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খাদ্যনিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুতসহ, বিভিন্ন উন্নয়নকাজে হাত দেয়। তবে, জনসংহতি সমিতির অভিযোগ, দুই দশকেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
তবে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, চুক্তির বেশির ভাগ শর্ত সরকার বাস্তবায়ন করেছে।
এদিকে, প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে, শান্তিচুক্তির বর্ষপূর্তি পালন করছে পাহাড়ের বাসিন্দারা।