ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

মন্ত্রিসভার শেষ বৈঠক আজ

প্রকাশিত : ০৯:৪২ এএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১২:২৮ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৬ নভেম্বর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার ২০১তম বৈঠক হয়। ওই বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন ৩ ডিসেম্বর (সোমবার) মন্ত্রিসভার শেষ বৈঠক হবে।

মন্ত্রিসভার ওই সদস্য জানান, এবারের নির্বাচনে সব দলই অংশ নিচ্ছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন হচ্ছে। স্বাভাবিকভাবেই এবারের নির্বাচন হবে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যারা মনোনয়ন পেয়েছেন তাদের সবাইকে মাঠে গিয়ে ভোটারদের মন জয় করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, এবার ভোটাররা শান্তিপূর্ণভাবে নিশ্চিন্তে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবে। এ ব্যবস্থা থাকছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। ওই নির্বাচনে জয়ী দল একাদশ জাতীয় সংসদের সরকার গঠন করবে।

একে//