‘প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কাজ করছে সরকার’
প্রকাশিত : ১১:৫০ এএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০১:৪১ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার

বর্তমান সরকার প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেন, দেশে কোন শ্রেণির মানুষ অবহেলিত থাকবে না সেই লক্ষ নিয়েই কাজ করতে সরকার।
আজ সোমবার সকালে বঙ্গবুন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্র ২৭তম আন্তর্জাতিক দিবস এবং ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রতিবন্ধীদের উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন নীতিমালা প্রণয়ণে কাজ করছে সরকার । কোটা বাতিলের দাবিতে আন্দোলন হয়েছিলো, কয়েকদিন পরপরই আন্দোলন হতো। তাই কোটা পদ্ধতি বাতিল করা হলেও প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
প্রতিবন্ধীদের ভেতরের শক্তি ও মেধাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিবন্ধী খেলোয়াড়রা সব সময় বাংলাদেশের জন্য স্বর্ণ অর্জন করে। প্রতিবন্ধীদের ভেতর যে শক্তি আছে, যে মেধা আছে তা যেন ব্যবহার করতে পারি। তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। অবহেলিত জনগোষ্ঠী হিসেবে প্রতিবন্ধীদের মানুষ হিসেবে গণ্য করা হতো না।
আমরা যেন তাদের অবহেলা না করি, মানুষ হিসেবে তাদের যে অধিকার তা যেন দিতে পারি। এ সময় দেশের অগ্রগতি ও উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিবন্ধীদের খেলাধুলাসহ অন্যান্য সৃজনশীল কাজে উৎসাহ প্রদানে ও সহায়তা করতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আন্তরিক প্রয়াস চালানোর আহ্বান জানান।
প্রধামমন্ত্রী বলেন, সকল প্রতিবন্ধী ব্যাক্তি তাদের পরিবার, তাদের পরিচর্যায় নিয়োজিত নিয়ে সরকারি-বেসরকারি সংস্থার প্রতি আমার আহ্বান কোন শ্রেণির মানুষ যাতে অবহেলিত না হয় সে বিষয় মাথায় রেখে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধীদের আমরা যেন অবহেলা না করি সমাজ উন্নয়নে তাদের কাছে পায় সেই ভাবে তাদের গড়ে তুলতে হবে। মানুষ হিসেবে তাদের যে অধিকার আছে। সব অধিকার নিশ্চিত করতে পারি সেই লক্ষ নিয়ে কাজ করতে পারি ।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননসহ বিভিন্ন দফতরের কর্মীরা উপস্থিত ছিলেন।
টিআর