ঢাকা, রবিবার   ২৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১২ ১৪৩১

গান-কথনে আইয়ুব বাচ্চুকে স্মরণ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০১:৫২ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার

পৃথিবীর সব বন্ধন ত্যাগ করে কিছু দিন আগে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তী ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। তার সেই চলে যাওয়ার সংবাদে এখনও দেশের সঙ্গীতাঙ্গনে কাটেনি শোক। কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাবে দেশের ব্যান্ড সঙ্গীত-এ শপথে আইয়ুব বাচ্চু স্মরণে অনুষ্ঠিত হলো ‘ফেয়ারওয়েল ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’।

রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে বামবা ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ব্যান্ডসঙ্গীতশিল্পী মাকসুদের সঞ্চালনায় আইয়ুব বাচ্চুকে নিয়ে কথা বলেন সঙ্গীতশিল্পী রফিকুল আলম, বামবা’র সভাপতি ও মাইলস-এর হামিন আহমেদ, শাফিন আহমেদ, ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, মাইলস-এর মানাম আহমেদ, দলছুট-এর বাপ্পা মজুমদার প্রমুখ।

দেশের ব্যান্ডদলগুলোর সংগঠন ‘বামবা’র আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনে শুরুতেই ছিলো শ্রদ্ধাঞ্জলী-কথন। এতে আইয়ুব বাচ্চুকে নানাভাবে মূল্যায়ন করলেন তার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও শিল্পী ও গানের মানুষেরা। আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধার্ঘ্য কথনে তারা বলেন, গিটারের ছয় তারের সুরে হৃদয় হরণ করেছিলেন এ দেশের অগণিত সঙ্গীতপিপাসুদের। সহকর্মীদের ভালো কাজের প্রশংসা করার পাশাপাশি ব্যান্ডসঙ্গীতের উন্নয়নে সদাব্যস্ত ছিলেন। ব্যান্ডসঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্র ও জিঙ্গেলেও নতুনত্ব এনেছিলেন তিনি। যত বড় মাপের শিল্পী ছিলেন তার চেয়ে বড় মাপের মানুষ ছিলেন আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে এ দেশের সঙ্গীতের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তার সৃষ্টি কর্মের মধ্য দিয়েই তিনি এ দেশের সঙ্গীতাঙ্গনে চিরজাগরুক থাকবেন।

দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আইয়ুব বাচ্চু ও এলআরবি’র ১৫টি গান গেয়ে শোনা বিভিন্ন ব্যান্ড দলের সদস্যরা। গানগুলোর মধ্যে ছিলো- ‘এখন অনেক রাত’, ‘রাতের তারার মতো’, ‘চাঁদ মামা’, ‘ফেরারি মন’, ‘গতকাল রাতে’, ‘সুখেরই পৃথিবী’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘দিশেহারা’, ‘ময়না’, ‘রূপালী গিটার’, ‘হাসতে দেখো’, ‘বাংলাদেশ’, ‘নীল বেদনা’ ও ‘ঘুমন্ত শহরে’। সবশেষে সবগুলো কণ্ঠ এক হয়ে ‘চলো বদলে যাই’ গানটি গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

একে//