ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

হোলসিম সিমেন্ট একীভূতকরণ করবে লাফার্জ

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার

পুঁজিবাজারে তালিকাভূক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি হোলসিম সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লাফার্জের শতভাগ সাবসিডিয়ারি কোম্পানি হোলসিম সিমেন্টকে (বাংলাদেশ) একীভূতকরণের জন্য পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করা হবে। একই সঙ্গে আদালতের অনুমোদনও নেয়া হবে। আদালত ও বিএসইসির অনুমোদন পেলেই কোম্পানিটি একীভূতকরণ করা হবে।

পুঁজিবাজারে কোম্পানিটি ২০০৩ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা।

কোম্পানির শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৪ দশমিক ৬৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিযোগকারীদের কাছে ১৬ দশমিক শূণ্য ২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক শূণ্য ৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার আছে।

আরকে//