ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

ঢাবি’র প্রথম নারী সহকারী প্রক্টর সীমা ইসলাম

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:২৪ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী সহকারী প্রক্টর নিয়োগ পেয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলাম। গতকাল সোমবার তিনি সহকারী প্রক্টর হিসেবে কাজ শুরু করছেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী এতথ্য নিশ্চিত করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠা হলেও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো নারী সহকারী প্রক্টর ছিলেন না।


এবিষয় জানতে চাইলে সীমা ইসলাম গণমাধ্যমকে বলেন,‘আমার কাছে মনে হয়েছে প্রাপ্তির থেকে দায়িত্ব অনেক বেশি। আমরা যখন ছাত্রী ছিলাম তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম। পুরুষ প্রক্টরের কাছে স্বাভাবিকভাবে সব কথা বলা যেত না। এখন যুগান্তরকারী একটি কাজ হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ধন্যবাদ জানাই। মেয়েরা কোনো সমস্যার সম্মুখীন হলে খুব স্বাভাবিকভাবে সমাধান করা যাবে। আমি খুবই আনন্দিত।

সীমা ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

টিআর/