ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বিজয়ের মাস ডিসেম্বর

মহেশপুর হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত : ০৮:২৯ এএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৩:৩০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

আজ ৫ ডিসেম্বর। মহেশপুর উপজেলা শত্রুমুক্ত হয়। তার আগের দিন রাতে ৪ ডিসেম্বর হানাদার বাহিনীর সঙ্গে মুক্তি বাহিনীর তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধের নায়ক মাহাতাব উদ্দিন। যিনি এখন চা-বিক্রেতা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মহেশপুর থানায় একাধিক সম্মুখ যুদ্ধের অগ্রণী নায়ক বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন। তার পিং মৃত পাচু মণ্ডল, মাতা-শহর বানু। ৪ ডিসেম্বর রাতে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ করে মহেশপুরকে শত্রুমুক্ত করে এবং ৫ ডিসেম্বর বিজয়রে পতাকা ওড়ান তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুর রহমান চৌধুরীর নেতৃত্বে।
সেই সময় মাহাতাব উদ্দিনের বয়স ছিলো ৩৫/৩৬ বছরের বিশাল জোয়ান একজন পুরুষ। সবসময় সে এসএমজি চালাতো। আগে থেকেই মুজাহিদ বাহিনীর অভিজ্ঞতা থাকায় ভারতের ট্রেনিং এ তার দক্ষতার পরিচয় ঘটে।
মাহাতাব উদ্দিন মহেশপুর পুরাতন সোনালী ব্যাংকের মধ্যে ছোট একটি দোকান দিয়ে এখন চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এর আগে ভ্যান চালিয়ে জীবন চলতো তার। মহেশপুরে ৭/৮টি সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়। সবকটি যুদ্ধে মাহাতাব উদ্দিনের অসীম সাহসিকতার কারণে মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করতে সক্ষম হয়।
২০ নভেম্বর ১৯৭১ সালে দত্তনগর যুদ্ধে তার স্ত্রী জাহানারা বেগম সন্তান প্রসবকালীন সময় মৃত্যুবরণ করেন। কিন্তু তুমুল যুদ্ধ চলায় সেদিন মাহাতাব উদ্দিন স্ত্রীকে শেষ বারের মতো দেখতে আসতে পারেনি। কারণ যেভাবেই হোক হানাদার বাহিনীকে পরাজিত করতে হবে এটাই ছিলো তার মূল লক্ষ্য। তার সেই ইচ্ছা পূরণ হয়েছিলো কিন্তু স্ত্রীর সঙ্গে শেষ দেখা হয়নি।
সেই সময়ের স্মৃতি নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন জানান, দত্তনগরে একাধারে কয়েকদিন যুদ্ধ চলেছিলো। এ সময় তার হাতে গুলি এবং পায়ে সেলের স্পিলিন্টার লেগে সে আহত হয়। এখনও তার কোনো ভালো ঘরবাড়ি নেই, একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। সেই অবস্থায় বসবাস করছেন। সরকারের দেয়া ভাতা ছাড়া তারা আর কিছুই পায়নি। বর্তমানে তার ৪ ছেলে ও ১ মেয়ে। চা বিক্রি করে বর্তমানে এতো বড় সংসার চালানো খুবই কষ্টকর।
এসএ/