জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়নের প্রস্তাব(ভিডিও)
প্রকাশিত : ১২:২৪ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার

৫ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক নিস্পত্তির প্রয়োজন উল্লেখ করে প্রস্তাব দেয় সোভিয়েত ইউনিয়ন। পোলান্ড প্রস্তাব গ্রহণ করে। চীন ভোট দেয় বিপক্ষে। ওইদিন আরো আটটি দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের পক্ষে নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপিত হয়। এদিকে, ভারতীয় বিমান বাহিনী ১২ ঘন্টায় দুইশ’ ৩২ বারে তেজগাঁও ও কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ৫০ টনের মতো বোমা ফেলে। বিমান হামলা হয় পাকিস্তানী কনভয়ের ওপর।
১৯৭১ সালের এই দিনে ভারতের ৫৭ মাউন্ট ডিভিশন যুক্ত হয় মুক্তিবাহিনীর সাথে। আখাউড়ার দক্ষিণ ও পশ্চিমাংশে অবরুদ্ধ হয়ে পড়ে পাকিস্তানী হায়েনারা। মিত্রবাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে আত্মসমর্পন করতে থাকে।
বঙ্গোপসাগরে নৌবাহিনীর যৌথ কমান্ডের আক্রমনে ধ্বংস হয় পাকিস্তানী সাবমেরিন ‘গাজী’। এ’ঘটনা পাকিস্তান সেনাবাহিনীর মনোবলে বড় ধরণের চিড় ধরায়।
দিকে দিকে যখন বিজয়ের খবর, তখন জাতিসংঘে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠে পাকিস্তান। প্রস্তাবের পক্ষে- বিপক্ষে চলে ভোটাভুটি। দ্বিতীয়বারের মতো ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন।