ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

আপিলে প্রথমদিনে বৈধতা পেলেন ৮১ প্রার্থী, বাতিল ৭৭

প্রকাশিত : ০৭:২২ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা প্রথম ১৬০টি আপিল আবেদনের মধ্যে ৮১টিকে বৈধতা দিয়েছে কমিশন। এছাড়া ২টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। আর বাকি ৭৭টি আবেদন খারিজ করে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলা শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৫৪৩ জন আপিল করেছেন। এগুলোর মধ্যে প্রথম দিন ১৬০টি আপিলের শুনানি হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় দিনে ১৬১ থেকে ৩১০ এবং শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ ক্রমিক পর্যন্ত আপিল আবেদনের শুনানি হবে।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে বৈধ-অবৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে। পরদিন ৩ ডিসেম্বর সোমবার থেকে নির্বাচন কমিশন আপিল গ্রহণ শুরু করে। বুধবার ছিল আপিল গ্রহণের শেষ দিন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একে//