ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ইন্দোনেশিয়ায় হামলায় নিহত ১৬ জনের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ইন্দোনেশিয়ার গোলযোগপূর্ণ পাপুয়া প্রদেশ থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ১৬ জনের লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।

অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী তৎপরতা চলছে। তবে এই দীর্ঘকালীন বিদ্রোহী তৎপরতার মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা। বিদ্রোহী হামলায় নিহতরা নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সামরিক কমান্ডার বিনসার পানজাইতান বলেন, লাশগুলোকে দুর্গম পার্বত্য দুগা জেলা থেকে তিমিকা শহরে নিয়ে যাওয়া হবে। রোববার এই হামলার ঘটনা ঘটে।

তিনি পাপুয়ায় সাংবাদিকদের বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ১৬টি লাশ পাওয়া গেছে।’

মৃতদের সনাক্ত করা হয়নি। সেনাবাহিনী এই হত্যাকা- সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে এক প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে সেনাবাহিনী অন্তত ১৯ জনের নিহত হওয়ার কথা জানিয়েছিল।

এর আগে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় ২৪ জন থেকে ৩১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সেনাবাহিনী জানায়, এদের সবাই রাষ্ট্রীয় মালিকানাধীন ঠিকাদার কোম্পানির অধীনে কাজ করছিল কি-না তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ঠিকাদার কোম্পানির সাত কর্মীসহ আরও ১৫ জনকে ওই এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে বিদ্রোহীদের মোকাবিলা করতে পুলিশ ও সেনা সদস্যদের পাঠানো হয়েছে। বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। সোমবার থেকে বিদ্রোহীদের হামলায় এক সেনা নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

সূত্র: বাসস

একে//