ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ভোরের আগে-

নিস্তেজ রাতের লেজ গড়াগড়ি করছে

শামীম আজাদ

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

‘পারা দাও আটকাও তাহারে’…

 

বিষ পিঁপড়ের কামড়ের মত কাবু হয়ে গেছে নিশি

সারাপিঠে তার ডেবে আছে

রাত জাগা মানুষের অসুখের আঁটি-

রাতদেহে কবিতা যেমন

 

লেজ সরালেই চিকন প্রভাত এসে যাবে

চা জ্বাল দেবে

চা খেলেই চুম চটে যাবে

গাঢ় বেদনায় উঠে যাবে অমা

আর আমি কিছুই দেখতে পাবো না

 

তাই যতক্ষন পারা যায় নিদ্রারতি করে যেতে হবে না দিয়ে বিরতি।।

এসি