ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নড়াইলে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক অস্ত্রসহ আটক

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

নড়াইল জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (২৮) ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে মাথাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত রফিকুল কালিয়া উপজেলার বিলধুড়িয়া গ্রামের আব্দুল মালেক সিকদারের ছেলে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

একে//