ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

১৯ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবাসহ মো. ইব্রাহীম খলিল (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

শনিবার (৮ ডিসেম্বর) ভোরে এ অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ইব্রাহিম খলিলকে আটক করা হয়।

এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়। মাইক্রোবাসটি ব্যবহার করে দীর্ঘদিন থেকে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হত।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

কেআই/