ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

‘নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে’

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১২:২৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘আজ থেকে শুরু হয়েছে নির্বাচনের ডামাডোল। জাতির কাছে, ভোটারের কাছে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচন করতে দায়বদ্ধ কমিশন।’
সোমবার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এবার একেবারেই সুষ্ঠু নির্বাচন করতে চায় কমিশন। ইসির কোন দল পক্ষ মত নেই।’
এখন থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন তিনি। সবাইকে সমান সুযোগ দিয়ে দায়িত্ব পালনের আহবানও জানান তিনি।

কে এম নূরুল হুদা বলেন, ‘জাতির কাছে ভোটার কাছে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচন করতে দায়বদ্ধ কমিশন। তাই এবার একেবারেই সুষ্ঠু নির্বাচন করতে চায় কমিশন।’
এসএ/