ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

‘নির্বাচন কমিশন দেশে স্বচ্ছ সাদা গণতন্ত্র চায়’

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘দেশ আইনের শাসনের অভাবে যে গণতন্ত্র চর্চা হয় তাকে হলুদ গণতন্ত্র বলে। নির্বাচন কমিশন দেশে হলুদ গণতন্ত্র চায় না, চায় স্বচ্ছ সাদা গণতন্ত্র।’
আজ সোমবার সকালে নির্বাচন কমিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, ‘এবার নানা কারণে গুরুত্বপূর্ন এ নির্বাচন। তাই ভোটাররা কেন্দ্রে গিয়ে যেন ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার করে কেউ যেন সংসদে যেতে না পারে সেটি নিশ্চিত করতে হবে।’
নির্ভয়ে নির্বিঘ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দেন এই কমিশনার।
তিনদিনে মোট ৬৪০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রদের ব্রিফ করবে কমিশন। প্রথম দিনে ২১৫ জনের উদ্দেশ্যে ব্রিফিং করা হয়। প্রশিক্ষণ শেষ হবে আগামী বুধবার।
এসএ/