ঢাকা, বুধবার   ২৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩১

শুরুতেই সাজঘরে ইমরুল

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:১২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে টাইগাররা। স্বাগতিকরা চায় আজকের ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করতে। তবে টসে হেরে ব্যাটিংয়ে টিম টাইগার। শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের।

ওপেনিংয়ে নামা লিটন দাশ দলীয় দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে গোড়ালিতে গুরুতর চোট পান, পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে, তৃতীয় উইকেটে নামা ইমরুলও থমাসের পরের ওভারে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন।

এর আগে তামিম ইকবাল ও লিটন দাশ ওপেনিংয়ে ব্যাট করতে নামেন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে এমনিতেই রহস্যে মোড়ানো। তাই আগে ভাগে বলা মুশকিল এখানে ব্যাটিং না বোলিং আগে করলে সুবিধা পাবে কোন দল। সেই চিন্তা সিরিজ শুরু থেকেই দুই দলে ঢুকেছে। যদিও প্রথম ম্যাচে অনায়াসেই জিতে বাংলাদেশ। আজও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় মাশরাফির দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ১৩ ওভারে ৭১/১।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এসএ/