ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

অ্যাটর্নি জেনারেল

দণ্ডিত ব্যক্তি ভোটে অংশ নিলে সংবিধান লঙ্ঘিত হবে

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:০৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘কোন দণ্ডিত ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে সংবিধান লঙ্ঘিত হবে।’

আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় দেওয়ার পর তিনি এ কথা বলেন।

তিনি জানিয়েছেন, ‘সংবিধান অনুযায়ী ‘কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনজনিত কারণে ২ বছরের জন্য সাজাপ্রাপ্ত হন এবং মুক্তি লাভের পর ৫ বছর সময় অতিবাহিত না হয়, তাহলে ওই ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বা সংসদ সদস্য হতে পারবেন না।

মাহবুবে আলম বলেন, ‘সংবিধানের ৬৬ অনুচ্ছেদে আছে যে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচিত হতে পারবেন না।  তাই কোনো আদালত এমন কোনো আদেশ দিতে পারে না যে আদেশের বলে সংবিধানের একটি বিধান অকার্যকর হয়ে যায়।’
এদিকে এই আদেশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, ‘তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনে যাই। সেখানে সুবিচার পাইনি। সোমবার সারা দিন এটার ওপর শুনানি হয়েছে। আমরা বলেছিলাম দেশের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হোক।’
তিনি আরও বলেন, ‘আদালত আমাদের বক্তব্য শুনেছেন। জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, ঠুঁটো জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমনকি ইসির যা করার এখতিয়ার নেই, তা করে যাচ্ছে।’

কেআই/